হুরিয়ত রাহনূমা মীর ওয়ায়েজ উমর ফারুক বলেছেন, কাশ্মীর সমস্যার চুড়ান্ত সমাধানের জন্য ভারতের উচিত পাকিস্তানের সঙ্গে কথা বলা।
শ্রীনগরে কাশ্মীর মিডিয়া সার্ভিসকে দেয়া এক ইন্টারভিউ য়ে মীর ওয়ায়েজ উমর ফারুক বলেন, কাশ্মীর সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই। তিনি এ কথাও বলেন, পাক-ভারতের ঝগড়া খতম করতে যুদ্ধ নয়, নিজেদের কথা বার্তা ও একে অন্যের বুঝাপড়ার প্রয়োজন। ভারত তার শান্তি প্রতিষ্ঠার দাবি করার পরও কাশ্মীরের মানুষ ভীতসন্ত্রস্ত। জোর জুলুম, গ্রেফতার, মিডিয়া বন্ধের মতো কঠোরতা মানুষকে আতংকিত করে রেখেছে।
সূত্র- ডেইলি জঙ্গ