জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জয়পুরহাটে একটি কেন্দ্রীয় পথসভায় বলেন, এবারের আন্দোলনের লক্ষ্য কেবল হাসিনা সরকার অপসারণ নয়, দেশের দুর্নীতিবাজ, মাফিয়াভিত্তিক সিস্টেম পুরোপুরি উচ্ছেদ করা। তিনি বলেন, “শুধু ক্ষমতার পরিবর্তন নয়, দলের পরিবর্তন নয়—আমাদের ভাঙতে হবে মাফিয়া ও দুর্নীতিবাজদের গড়ে দেওয়া বিভ্রান্তিকর কাঠামো”।
সভা বিকেল সোয়া ৪টায় সিও কলোনি এলাকা থেকে শুরু হয়ে সাঁঝে পথসভায় রূপ নেয়, যেখানে স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নাহিদ বলেন, “গত এক বছরে আমরা এই কাঠামোর কোন সংস্কার দেখিনি—এলাকায় এলাকা এখনও চলছে চাঁদাবাজি, চলছে সন্ত্রাস।
তিনি ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনে শহীদ হওয়া জয়পুরহাটের মেহেদী হাসান, রিতা আক্তার, নজিবুল সরকার ও মিনহাজকে শ্রদ্ধায় স্মরণ করেন। নাহিদ জানান, ৩ আগস্ট শহীদ মিনারে তারা বিচার, সংস্কার ও নতুন সংবিধান সহ একটি ইশতেহার ঘোষণা করবেন।