বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগের শাসনে দেশের জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, “আওয়ামী লীগ স্বৈরাচারী ও দুঃশাসনের মাধ্যমে দেশ শাসন করেছে, কিন্তু জাতীয়তাবাদ তাদের অজুহাতেই সীমাবদ্ধ রয়েছে”।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয়তাবাদী লেখক ফোরাম’ আয়োজিত এক আলোচনা সভায় মঈন খান এমন মন্তব্য করেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে জাতীয়তাবাদের যে আদর্শ দেখা যেতো, তা বর্তমান সরকার আনায়নে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন।
মঈন খান বলেন, “জিয়ার যুগে আমরা দেখেছি দেশীয় জাতীয়তাবাদ কেমনে আত্মপ্রকাশ করে; কিন্তু বর্তমান সরকার সেই ধারাবাহিকতায় যেতে পারছে না।” তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার জাতীয়তাবাদের মূল চালিকাশক্তিকে অগ্রাহ্য করছে, ফলে দেশীয় আদর্শের বিকাশে ব্যাঘাত ঘটছে ।
দলীয় সমর্থকদের উদ্দেশে মঈন খান বলেন, পরবর্তী নির্বাচনে দেশের সঠিক জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক শাসন ফিরিয়ে আনতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।