ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করে ইয়েমেনে হাজারো মানুষ রাস্তায় নেমে এসেছে। রাজধানী সানা ছাড়াও দেশজুড়ে বিভিন্ন শহরে এই বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
জুমার নামাজ শেষে সানা’র আল‑সাবইন স্কয়ারে বিক্ষোভকারীরা জড়ো হন। তাদের হাতে ছিল ফিলিস্তিন ও ইয়েমেনের জাতীয় পতাকা। “গাজা থেকে ইসরায়েলি হামলা বন্ধ করো”, “ফিলিস্তিনের পাশে দাঁড়াও”—এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বিক্ষোভে হুথি আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথির পক্ষ থেকেও সমর্থন জানানো হয়। তিনি বলেন, “ইসরায়েল ও তার মিত্রদের আগ্রাসন রুখতে ইয়েমেনিদের প্রতিরোধ অব্যাহত থাকবে।”
এ সময় বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ইসরায়েলপন্থী নীতিরও সমালোচনা করেন। তারা বলেন, গাজার নিরীহ মানুষদের রক্ষা করতে হলে আন্তর্জাতিক সমাজকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিশ্লেষকদের মতে, ইয়েমেনের এই ধারাবাহিক বিক্ষোভ শুধু প্রতিবাদ নয়, বরং মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন ইস্যুতে বাড়তে থাকা জনঅসন্তোষের প্রতিফলন।