জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র দেখা যাচ্ছে। তিনি দাবি করেন, “যে জনগণ শেখ হাসিনাকে বিদায় দিয়েছিল, তা এসব ষড়যন্ত্রও প্রতিরোধ করতে প্রস্তুত।” তিনি শুক্রবার সন্ধ্যায় রংপুরে এক জনসভায় এসব কথা বলেন।
তিনি আরও জানান, অনেকটাই কোন্রকম পরিকল্পনা–ইঞ্জিনিয়ারিং এর আলামত মঞ্চে দেখা যাচ্ছে। তবে জনগণের সিদ্ধান্তই সবচেয়ে বেশি শক্তিশালী এবং জনগণ দ্বিতীয় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেবে না বলে আশ্বাস দেন।
ডা. শফিকুর রহমান লালমনিরহাটের পাটগ্রাম থানায় ভাংচুরের ঘটনা উল্লেখ করে বলেন, “একদল লোক মুক্ত দেশে পাটগ্রামের মতো ঘটনা ঘটাচ্ছে”—এবং নির্বাচনে ‘কালো টাকা’র খেলাও চলবে না বলেও হুঁশিয়ারি দেন।
তিনি বলেন, “বাংলাদেশ জামায়াত সংখ্যালঘু সংখ্যালঘু বিষয় করে না, আমরা চাই সবাই বাংলাদেশি হোন”—এবং দল কখনোই দেশের মালিক হতে চায় না, বরং জনগণের পাহারাদার হতে চায়।