ঢাকা, বাংলাদেশ — ৪ জুলাই ২০২৫
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা অপরাধ করবে বা বেআইনি কাজে জড়িয়ে পড়বে—বিএনপি তাদের সহ্য করবে না। আজ দুপুরে নায়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানান, ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে অপরাধী নেতাকর্মীদের বিরুদ্ধে দলই উদ্যোগ নেবে।
রিজভী বলেন, ইতোমধ্যে অনেক নেতাকর্মী তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ অপরাধে জড়াতে না পারে বা সন্ত্রাসে যুক্ত না হয়। বিশেষ করে মোহাম্ময়ালী এলাকায় দুই নারীকে হোটেলে হামলা মামলায় যুবদল বনানী ইউনিটের মনির হোসাইনকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও বলেন, “যারা অপরাধে জড়াবে, তাদের বিরুদ্ধে দল নিশ্চিতভাবেই ব্যবস্থা নেবে।” এর মধ্যেই উল্লেখিত যুবদলের নেতাদের গ্রেপ্তার ও বহিষ্কৃত করা হয়েছে বলে তিনি জানান।
রিজভী আরও বলেন, বিএনপির এই কঠোর অবস্থান বর্তমান সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ফিরিয়ে আনার কর্মসূচির অংশ।