পবিত্র মক্কার মসজিদুল হারামে আজ শুক্রবারের জুমার খুতবা ইতিহাসে প্রথমবারের মতো একসাথে ৩৫টি ভাষায় সরাসরি অনুবাদ করে সম্প্রচার করা হয়েছে। সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই উদ্যোগ বাস্তবায়ন হয়।
এই খুতবার অনুবাদ করা হয় বাংলা, ইংরেজি, উর্দু, ফারসি, ফ্রেঞ্চ, চাইনিজ, রুশসহ বিশ্বের গুরুত্বপূর্ণ বহু ভাষায়। লক্ষ্য ছিল—বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা যেন নিজের মাতৃভাষায় ইসলামের বার্তা সহজে বুঝতে পারেন।
খুতবা দেন মসজিদুল হারামের খতিব ও ইমাম শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। খুতবার মূল বিষয় ছিল ইসলামে শান্তি, ভ্রাতৃত্ব ও আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখার আহ্বান।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের উদ্যোগ আগামীতেও চলবে এবং আরও ভাষা এতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের অনেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন—“এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা ইসলামিক বার্তা সবার কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।”