ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী, উত্তর কোরিয়া আগামী মাসগুলোতে রাশিয়ায় অতিরিক্ত ২৫,০০০ থেকে ৩০,০০০ সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। কিয়েভ পোস্ট এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য নিশ্চিত করেছে। এই সংখ্যা ইতোমধ্যে রাশিয়ায় অবস্থানরত উত্তর কোরিয়ার সেনাদের প্রায় তিনগুণ বেশি, যা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতার নতুন মাত্রা প্রকাশ করছে
গোয়েন্দা সূত্র অনুযায়ী, গত বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রায় ১১,০০০ উত্তর কোরিয়ান সেনা মোতায়েন করা হয়েছিল। যুদ্ধক্ষেত্রে ব্যাপক হতাহতের পরিপ্রেক্ষিতে এবার আরও বড় আকারে সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পিয়ংইয়ং। ইউক্রেনের দাবিতে বলা হয়েছে, পূর্ববর্তী মোতায়েনের সময় প্রায় চার হাজার উত্তর কোরিয়ান সেনা নিহত বা আহত হয়েছে। ফলে রাশিয়ার পক্ষে এই নতুন সেনা সহযোগিতা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক সম্পর্ক নিয়ে আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। তবে এবার বিষয়টি আরও জোরালোভাবে সামনে এসেছে ইউক্রেনের সরাসরি গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে। যদিও রাশিয়া কিংবা উত্তর কোরিয়ার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই সেনা মোতায়েনের খবর নিশ্চিত করা হয়নি, তবে পর্যবেক্ষকরা মনে করছেন চলমান যুদ্ধের বাস্তবতায় এমন পদক্ষেপ অস্বাভাবিক নয়।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি ইউক্রেন যুদ্ধের গতিপথে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। উত্তর কোরিয়ার সেনারা মূলত লজিস্টিক, নির্মাণ ও সহায়ক ইউনিট হিসেবে কাজ করে থাকে, তবে তাদের সরাসরি সংঘাতে যুক্ত হওয়ার বিষয়টিও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বিশ্বজুড়ে এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে, উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার এই সামরিক ঘনিষ্ঠতা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কূটনৈতিক সম্পর্কের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।