ঢাকা, ২ জুলাই ২০২৫:
বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ কমে এসেছে উল্লেখযোগ্য মাত্রায়। ১০ এমবিপিএস গতির ইন্টারনেট সংযোগ, যা এতদিন পর্যন্ত মাসে ৭০০ টাকা পর্যন্ত গুনতে হতো, এখন থেকে মিলবে মাত্র ৫০০ টাকায়। ১ জুলাই ২০২৫ থেকে এই নতুন মূল্য সারাদেশে কার্যকর হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে Internet Service Providers Association of Bangladesh (ISPAB)।
ISPAB এক বিবৃতিতে জানিয়েছে, দেশের সব গ্রাহকের জন্য উচ্চগতির ইন্টারনেট সাশ্রয়ী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই দরের ফলে শহর থেকে গ্রাম পর্যন্ত, সকল শ্রেণির ইন্টারনেট ব্যবহারকারীরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
ISPAB সভাপতি ইমদাদুল হক বলেন, “আমরা বিশ্বাস করি, ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়—এটি একটি প্রয়োজনীয় সেবা। এই মূল্যহ্রাস সাধারণ মানুষের ডিজিটাল প্রবেশাধিকার নিশ্চিত করতে আমাদের একটি বড় পদক্ষেপ।”
তিনি আরও বলেন, দেশের ভোক্তাদের জন্য দীর্ঘদিন ধরে ইন্টারনেট খরচ কমানোর লক্ষ্যে কাজ করছিল ISPAB। অবশেষে আন্তর্জাতিক ব্যান্ডউইথের মূল্য হ্রাস, জাতীয় ফাইবার অবকাঠামোর আরও কার্যকর ব্যবহার, এবং ট্রান্সমিশন খরচে ছাড়ের ফলে এই মূল্য কমানো সম্ভব হয়েছে।
BTRC (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন)-এর সহায়তায় এই মূল্য নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সংস্থাটি সম্প্রতি এক নির্দেশনায় গ্রাহকের স্বার্থে ইন্টারনেট পরিষেবা আরও সাশ্রয়ী ও মানসম্পন্ন করার নির্দেশনা দেয়।
ইন্টারনেট খরচ হ্রাসে ইতিবাচক সাড়া দিয়েছেন প্রযুক্তিবিদ এবং গ্রাহকেরা। আইটি বিশেষজ্ঞ তানভীর আহমেদ বলেন, “এই মূল্য হ্রাস শুধু ইন্টারনেট ব্যবহারকেই বাড়াবে না, বরং দেশের অর্থনৈতিক কাঠামোতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে অনলাইন শিক্ষা, রিমোট জব, ই-কমার্স ও ফ্রিল্যান্সিং খাতে এটা বড় সুবিধা এনে দেবে।”
দেশজুড়ে বিভিন্ন আইএসপি প্রতিষ্ঠান ইতোমধ্যে নতুন এই মূল্যে প্যাকেজ চালু করেছে। যেসব এলাকায় এখনো পুরনো মূল্য কার্যকর রয়েছে, সেখানেও ধাপে ধাপে নতুন মূল্য বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে ISPAB।
বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি ৩০ লাখ ইন্টারনেট সংযোগ রয়েছে। এই সংখ্যা দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত হলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য আরও বাস্তবমুখী হবে।