বিশ্ববিখ্যাত দায়ী ও ইসলামিক স্কলার ড. জাকির নায়েক পাকিস্তানে পৌঁছেছেন এবং ২৮ অক্টোবর পর্যন্ত তিনি সে দেশে থাকবেন।
নিউ ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীর ইউথ প্রোগ্রামের চেয়ারম্যান রানা মাশহুদ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ ড. আতাউর রহমান এবং সংসদীয় ধর্ম বিষয়ক সচিব শমসের আলী মাজারিসহ অন্যরা তাকে স্বাগত জানান।
ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের মুখপাত্রের মতে, ডঃ জাকির নায়েক ইসলামাবাদ, করাচি এবং লাহোরে জনসমাবেশে ভাষণ দেবেন, পাশাপাশি তিনি জুমার নামাজে খুতবা ও ইমামতি করবেন।
পাকিস্তানে অবস্থানকালে তিনি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সাথে সাক্ষাত করবেন এবং বিভিন্ন দ্বীনিসমাবেশে অংশ নেবেন।
উল্লেখ্য, ডাঃ জাকির নায়েককে কঠোর নিরাপত্তার মধ্যে ইসলামাবাদে আনা হয়।

