জমিয়ত উলfমা ইসলামের (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা ইসরায়েলের কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ।
ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহর শহীদ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে হিজবুল্লাহ।
হিজবুল্লাহর প্রকাশিত বার্তায় হাসান নাসরুল্লাহকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলমান থাকবে। নাসরুল্লাহর শাহাদাত আমাদের প্রতিরোধ সংগ্রামকে আরো শক্তিশালী করবে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাঁর শাহাদাত কবুল করেন।
মাওলানা ফজলুর রহমান বলেন, হাসান নাসরুল্লাহকে হত্যা ইসরায়েলের কাপুরুষোচিত সন্ত্রাসী কর্মকাণ্ড। তাঁর পুরো জীবন ছিল ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামে পরিপূর্ণ।
তিনি আরও বলেন, হাসান নাসরাল্লাহর শাহাদত ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামকে আরও জোরদার করবে এবং তাৃৃঁর শাহাদাত ইহুদিবাদের কুখ্যাত মুখোশকে উম্মোচন করে দিয়েছে।

