ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ রেজা আরিফ ইসরাইলকে প্রতিশোধের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তেহরানের ওপর আগ্রাসনের আনুপাতিক হারে জবাব দেওয়া হবে।
ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ তেহরানে হামাস ও হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করেছেন।
মোহাম্মাদ রেজা আরিফ ইরানের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে বলেন,
আগ্রাসী হামলার জন্য ইসরাইলকে উপযুক্ত সময় ও পরিস্থিতিতে আনুপাতিক হারে জবাব দেয়া হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সামরিক স্থাপনায় ইসরাইলি হামলা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।সএই আগ্রাসনের যথাযথ জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। এই হামলাকে গাজা ও লেবাননে ইসরাইলের গণহত্যা থেকে আলাদা করা যায় না। বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিশ্বকে এই অভিন্ন শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে স্পষ্ট করে বলেছেন, ইসরাইলের অপরাধমূলক কর্মকাণ্ডের জবাব দেয়ার আইনগত অধিকার ইরানের রয়েছে।
উল্লেখ্য, ইরান ইসরাইলি হামলায় চার সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তেহরান, খুজেস্তান ও এলামে রাডার লক্ষ্য করে হামলা চালানো হলেও বিমান বাহিনীর সময়োপযোগী পদক্ষেপে তেমন কোনো ক্ষতি হয়নি।

