ভারতের উগ্র হিন্দুত্ববাদী নেতা রামগিরি মহারাজের রাসুল সাঃ এর শানে করা কুরুচিপূর্ণ অশালীন মন্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে মহারাষ্ট্রের নবী প্রেমিক মুসলমানগণ। ধর্মপ্রাণ মুসলমান সামাজিক যোগাযোগ মাধ্যমে গিরিরাজের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে তার গ্রেফতারের দাবি করেছেন। কিন্তু তাতে প্রশাসনের টনক না লড়ায় মহারাষ্ট্রের এমপি ইমতিয়াজ জলিল 23 সেপ্টেম্বর সোমবার মুম্বাই চলোর ডাক দিয়েছেন । আর তাতে লক্ষাধিক লোক জমায়েত হয়েছে।
উল্লেখ্য, ইমতিয়াজ জলিল আসাদুদ্দিন ওয়াইসির মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন দলের নেতা ও প্রাক্তন এমপি ছিলেন।

