ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের প্রধান শহীদ ইয়াহইয়া সিনওয়ার আরব মধ্যস্থতাকারীদের মিসরে যাওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছিলেন।
ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে জানা গিয়েছে যে, মিসরে চলে যাওয়ার অনুরোধ সত্ত্বেও তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে এবং নিজের দেশের মাটিতে থাকতে পছন্দ করেছিলেন।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনার সময় ইয়াহইয়া সিনওয়ারকে আরব মধ্যস্থতাকারীরা গাজা যুদ্ধ ছেড়ে মিশরে যাওয়ার সুযোগ দিলেও তিনি যুদ্ধক্ষেত্র ছেড়ে না গিয়ে নিজের ভূমিতে থাকাকেই প্রাধান্য দিয়েছেলেন।
ইয়াহইয়া সিনওয়ার ধারনা করেছিলেন যে, ইসরায়েলি হামলায় তার শহীদ হওয়ার সম্ভাবনা রয়েছে। সিনওয়ার পরামর্শ দিয়েছিলেন যে আমার শাহাদাতের পর হামাসকে একটি নেতৃত্ব পরিষদ গঠন করা উচিত।
আমেরিকান পত্রিকার খবরে বলা হয়, সিনওয়ার বলেছেন,
আমি শহীদ হলে ইসরাইল নানা রকম প্রস্তাব দিবে, তবে হামাস যেন হাল ছেড়ে না দেয়।
উল্লেখ্য, হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ার ১৬ অক্টোবর গাজার রাফাতে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লড়াইয়ে শহীদ হন। ৩১ জুলাই, ২০২৪ সালে ইরানে ইসমাইল হানিয়াহের শাহাদাতের পর, তাকে হামাসের প্রধান করা হয়েছিল এবং তার শাহাদাতের আগ পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন।

