হযরত নিজামুদ্দীন(রহ) মারকাজের অনুসারী (এতায়াতের সাথী) তাবলীগের ওলামায়ে কেরামদের নিয়ে গঠিত ‘জাতীয় আইম্মা ওলামা পরিষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গতকাল শনিবার (২১ সেপ্টেম্বর) এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির দায়িত্বশিল একজনের সংগে যোগাযোগ করে জানা যায় যে,তাবলীগ জামাতের কার্যক্রম সুস্ঠু পরিচালনা করতে এবং যে কোনো ধরনের অনিয়ম-অবিচার দূর করতে ও বৈষম্যহীন ভাবে মসজিদে দ্বীনি কাজে সহযোগিতা করতে এইসংগঠনটি প্রতিষ্ঠা করা হয়েছে।



সঠিকভাবে উদার ইসলামের দাওয়াত দেওয়া, এবং প্রতিটি মসজিদে দাওয়াত ও তাবলীগের কাজ সুচারুরুপে আনজাম দেওয়ার লক্ষ্যে তারা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন। দেশের বিভিন্ন স্থানে অনেক সময় মূলধারার তাবলীগ পন্থী আলেম ইমামগণ বৈষম্য ও নিগৃহের শিকার হন। সেই সমস্ত ইমাম, খতিব,হাফেজ ও তাবলীগের উভয় পক্ষকে ভালোবাসেন বা বিভেদ এড়িয়ে চলেন এমন সব আলেমদের সাথে যোগাযোগ স্থাপন করে তাদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে সংগঠনটি। সেই লক্ষ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে, যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাফেজ, ইমাম-খতিব ও আলেমদের সংযুক্ত করা হবে। তাদের নাম, ঠিকানা এবং যোগাযোগ নম্বর সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রমের প্রচার এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন জাতীয় আইম্মা পরিষদের দায়িত্বশিল গণ।
আগামী কিছু দিনের মধ্যেই ঢাকার কোনো এক স্থানে আলেমদের সাথে মিলিত হয়ে বিস্তারিত সব কিছু জানিয়ে দিবেন বলে বলেছেন তারা।
