ইমাম, খতীব, মুয়াজ্জিন গণের অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষা, এবং দেশের প্রান্তিক আলেম উলামাদের সেবার লক্ষ্য কে সামনে রেখে শিঘ্রই আত্মপ্রকাশ এর অপেক্ষায় .. ইমাম খতীব ও আলেমদের অরাজনৈতিক সামাজিক সংগঠন। “বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল”।
গতকাল রাত নয়টায় পুরানা পল্টনস্থ আল্লামা শাহ আহমদ শফী রহঃ মিলনায়তনে সংগঠন এর কমিটি গঠন ও আত্মপ্রকাশ এর প্রস্তুতি উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল এর প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি হামিদুল ইসলাম নাফিস। বৈঠক সঞ্চালনা করেন প্রতিষ্ঠাতা সেক্রেটারি মাওঃ মনির হোসেন।
বৈঠকে আগামী ৯ আগষ্ট জাতীয় প্রেসক্লাবে সংগঠন এর আত্মপ্রকাশ অনুষ্ঠান এর তারিখ ধার্য ও চুড়ান্ত করা হয়। বাংলাদেশের শীর্ষ আলেমদের কে সংগঠন এর উপদেষ্টা হিসেবে একগুচ্ছ নাম মতামতের ভিত্তিতে চুড়ান্ত হয়।
অনুষ্ঠানে, বিশেষ দাওয়াতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত আলেম ও খতীব বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।
উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, মাওলানা মোহাম্মদ হোসেন আকন্দ, মাওলানা দেলোয়ার হোসাইন আজমী, মাওলানা হাকিম আজহারুুল ইসলাম নোমানী, মাওলানা আবুল, মাওলানা আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, গোপালগন্জ, হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ অর্থ সম্পাদক চাঁদপুর , মাওলানা আনওয়ারুল হক ময়মনসিংহ,প্রচার সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম নরসিংদী, মাওলানা সিরাজুল ইসলাম ময়মনসিংহ, মাওলানা আবু তালহা নারায়ণ গন্জ, মাওলানা আহমদ আব্দুল্লাহ মুসা হবিগঞ্জ, আব্দুল্লাহ সুমন কেরানীগঞ্জ, হাফেজ কাজী শামীম নারয়ণগন্জ,মাওলানা শাহজালাল ফেনী,। মাওলানা মেরাজুল ইসলাম,নড়াইল, মুফতী আযিযুর রহমান নোয়াখালী প্রমুখ।
বৈঠকে নিপিড়ীত অধিকার বঞ্চিত, ইমাম উলামাদের পাশে সেবা ও জনকল্যাণমুখী ধারবহিক পরিকল্পনা নিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠান থেকে কর্মসূচি ঘোষণা করে কাজ করে যাওয়ার দৃঢ় সংকল্প ব্যাক্ত করা হয়।
সফলতা ও কামিয়াবির জন্য মহান আল্লাহর নুসরাত ও সকলের দোয়া প্রত্যাশা করছি।
মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ খান
সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল।

