ফিলিস্থিনিদের ওপর চলা ইসরাইলি সহিংসতা ও আগ্রাসনের বিরুদ্ধে বরাবর সরব হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। বৈশ্বিক মঞ্চে যুদ্ধ বন্ধের চেষ্টাও করেছেন তিনি। এবার গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ ও যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা চাইলেন তুর্কি প্রেসিডেন্ট।
মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদক্ষেপ করতে আহ্বান জানিয়েছেন তিনি।
এরদোগান বলেছেন, তিনি আশা করছেন, ট্রাম্প ইসরাইলকে যুদ্ধ থামাতে বলবেন। একইসঙ্গে ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করার পরামর্শও দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।
ট্রাম্প বর্তমান মার্কিন নীতি অব্যাহত রাখলে, মধ্যপ্রাচ্যে অচলাবস্থা আরো গভীর হবে উদ্বেগ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে কথা মনে করিয়ে দিয়ে এরদোগান বলেছেন, ‘আমরা চাই তিনি সংঘাত বন্ধের প্রতিশ্রুতি পূরণ করুন এবং ইসরাইলকে থামতে বলুন।’ মার্কিন নীতি অব্যাহত থাকলে সংঘাত আরো ছড়িয়ে পড়বে বলেও সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।

