ভারত ছেড়েছেন হাসিনা, আশ্রয় নিয়েছেন আরব আমিরাতের আজমানে শামীম ওসমানের বাড়িতে।
ছাত্র-জনতার গণআন্দোলনে দেশ ছেড়ে ভারতে পালিয়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই ছিলেন তিনি। ভারতে ঠিক কোন পরিচয়ে ছিলেন তা নিয়ে দ্বিধায় ছিলো ভারতও।
অবশেষে ভারতের খুব কাছের বন্ধু হিসেবে পরিচিত আরব আমিরাতকেই বেঁছে নিলেন গণহত্যার দায়ে অভিযুক্ত সাবেক এই স্বৈরাচারী।
এদিকে, কোন প্রেক্ষাপটে এবং কি শর্তে শেষমেশ আরব আমিরাত আজমাইন শহরে শেখ হাসিনাকে আশ্রয়ের অনুমতি দিয়েছে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোন তথ্য এখনো নিশ্চিত করা যায়নি। আরব আমিরাতের আজমাইনে শেখ হাসিনা ঠিক কতদিন অবস্থান করবেন এবং তার পরবর্তী গন্তব্য কোথায় সে বিষয়েও জানা যায়নি।
উল্লেখ্য, শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে থাকার ভিসার মেয়াদও শেষ হয়ে যায় বেশ কিছুদিন আগেই। আন্তর্জাতিক কূটনীতিক মহলে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মোদি সরকারকে দেশের ভেতরে-বাইরে যথেষ্ট চাপের মুখে পড়তে হয়েছে। মোদি সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়।

