চতুর্থ মাসিক ইসলাহী মজলিস।
কেরানীগন্জের কালিন্দী ইউনিয়নের অন্তর্গত দৃষ্টিনন্দন ও কারুকার্যময় ভাগনা বড় মসজিদে আগামীকাল শুক্রবার (৯ মে ২০২৫) বাদ মাগরিব থেকে চতুর্থ মাসিক ইসলাহী মজলিসের আয়োজন করা হয়েছে।
উক্ত ইসলাহী মজলিসে হেফাজেতে ইসলাম বাংলাদেশের যুগ্মমহাসচিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা, কারা নির্যাতিত মজলুম আলেম, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী তাশরীফ আনবেন। তিনি বাদ ঈশা উক্ত ইসলাহী মজলিসে বয়ান করবেন।
মাসিক ইসলাহী মজলিসে সর্বস্তরের দ্বীনদার মুসলমানদের উপস্থিতি কামনা করছে ভাগনা বড় মসজিদ কতৃপক্ষ।