লেবাননকে ঠিক গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন অবৈধ রাষ্ট্র ইসরাইলের উগ্রবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (৮ অক্টোবর) এক ভিডিওবার্তায় এমন হুমকি দেন তিনি।
সরাসরি হুমকি দিয়ে লেবাননের জনগণকে উদ্দেশ্য করে নেতানিয়াহু বলেন,
লেবাননের কাছে নিজের দেশকে বাঁচানোর সুযোগ রয়েছে। তবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বিতাড়িত না করলে এটি একটি দীর্ঘ যুদ্ধে পরিণত হবে। তখন তা গাজ্জার মতো দুর্ভোগের সৃষ্টি করবে।
নেতানিয়াহু আরো বলেন,
জনগণকে উদ্দেশ্য করে আমি বলতে চাই: আপনারা দেশ থেকে হিজবুল্লাহকে বিতাড়িত করুন।
উল্লেখ্য, দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় লেবাননে এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। শরণার্থী হিসেবে পার্শ্ববর্তী দেশ সিরিয়াতে আশ্রয় নিয়েছেন অন্তত ৪ লাখ মানুষ।
সূত্র: আল জাজিরা