হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশেম সাফিউদ্দিনের শহীদ হওয়ার দাবি ইসরায়েলের।
ইসরায়েলি নিরাপত্তা সংস্থা লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর সম্ভাব্য নেতা হাশেম সাফিউদ্দিনকেও হত্যা করেছে বলে দাবি করেছে।
অন্যদিকে, লেবাননের নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় জানিয়েছে, ইসরায়েলি হামলার পর থেকে হিজবুল্লাহ নেতা হাশিম সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ নেই।
লেবাননের নিরাপত্তা সূত্র বলছে, বৈরুতের দক্ষিণে ইসরায়েলের ক্রমাগত হামলার কারণে উদ্ধারকর্মীরা ইসরায়েলি হামলার লক্ষ্যে পৌঁছাতে পারছে না।
নিরাপত্তা সূত্রে জানা গেছে, এই হামলায় হিজবুল্লাহর সম্ভাব্য প্রধান হাশিম সাফিউদ্দিন শহীদ হওয়ার খবর রয়েছে।
লেবাননের নিরাপত্তা সূত্র বলছে, ইসরায়েলি হামলার পর থেকে হাশিম সাফিউদ্দিনের সঙ্গে যোগাযোগ নেই।
অন্যদিকে, ইসরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দাবি করেছে, হাসান নাসরাল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশিম সাফিউদ্দিন শহীদ হয়েছেন।