গত কয়েকদিন যাবত ধরে চলে আসা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতীব মুফতী রুহুল আমিনকে অব্যাহতির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
রোববার (২২ সেপ্টেম্বর) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) খতীব জটিলতায় অনেকটা থমথমে ও উত্তপ্ত পরিস্থিতিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করতে হয় মুসল্লিদের।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অসুস্থ ছিলেন বলে দাবি করেছেন তিনি। সুস্থ হয়ে তিনি গত জুমার নামাজ পড়াতে আসায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়। মুফতি রুহুল আমিন বিগত সরকারের অনুকম্পা পেয়ে বাইতুল মোকাররম মসজিদের খতিব হয়েছিলেন বলে মুসল্লিদের অভিযোগ রয়েছে।