হজরত হোসাইন আহমদ মাদানী রহ.-এর দৌহিত্র, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, জানিশিনে ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়েদ মাহমুদ আসআদ মাদানী চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন।
আজ ১২ নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ১১টায় তিনি আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় তাকে স্বাগত জানান আফতাবনগর মাদরাসার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী, মালিবাগ মাদরাসার মুফতি হাফিজুদ্দীন ও সিলেটের প্রবীণ আলেম মাওলানা রশিদ আহমাদ প্রমূখ।
সংক্ষিপ্ত এই সফরে তিনি দেশের বিভিন্ন জেলায় চারদিন সফর করবেন। সফরে তার সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম অংশ নিবেন।
১২ নভেম্বর (মঙ্গলবার)
বিকাল ৩টা- শায়েস্তাগঞ্জ নূরেমদিনা মাদরাসায়(আল্লামা নুরুল ইসলাম ওলিপুরীর মাদরাসা) বয়ান ও দোয়া ।
বাদ ইশা- সিলেট মাদানী খানকাহ এব জামিআ শায়খ এর বার্ষিক ইসলাহি জোড়ে বয়ান, বাইআত ও দোয়া।
১৩ নভেম্বর (বুধবার)
সকাল ৯টা- জামিআ ধনকান্ধীতে বয়ান ও দোয়া।
সকাল ১০টা- জামিআ মাহমুদিয়া সুবানীঘাটে নসিহত, বাইআত ও দোয়া।
সকাল ১১টা- জামিআ মাদানিয়া কাজিরবাজারে নসিহত, বাইআত ও দোয়া।
বাদ মাগরিব- জামিয়া ইসলামিয়া জাউওয়া ছাতকের শতবার্ষিকী প্রোগ্রামে বয়ান ও দস্তারে ফজিলত।
১৪ নভেম্বর (বৃহস্পতিবার)
বাদ মাগরিব- চট্টগ্রামে বয়ান।
১৫ নভেম্বর (শুক্রবার)
দুপুর- মুফতি নুরুল্লাহ সাহেবের মসজিদে জুমার বয়ান ও বাইআত।
রাত ৯টা- জামিআর বার্ষিক অনুষ্ঠানে বয়ান ও শবগুজারি।
১৬ নভেম্বর (শনিবার)
সকাল ১০টা- নরসিংদীর মনোহরদী বাঘিবাড়ী মাদরাসার ৩০ সালা দস্তারবন্দী প্রোগ্রামে বয়ান ও দস্তারে ফজিলত।
বেলা ৩টা- নরসিংদীর রায়পুরা জামিআ ইসলামিয়া নুরুল উলুম পান্থশালা মাদরাসার বার্ষিক প্রোগ্রামে বয়ান।
অতঃপর, ১৭ নভেম্বর (রবিবার) তিনি ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন বলে জানা গিয়েছে।