গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক শিক্ষাসমাবেশে আল্লামা মামুনুল হক সাহেব তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের দেয়া সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা নাহিদকে 24 ঘন্টার আল্টিমেটাম দেন।



সেখানে তিনি 24 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বলেন। তার দেয়া এই আল্টিমেটাম নিয়েই অনলাইনে বিভিন্ন ইস্যুতে সরগরম থাকা লন্ডন প্রবাসী আলেম খতীব তাজুল ইসলাম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন, “এইডা একটা কাজ হল ভাই? ডাকুন আল্লাহর পথে হিকমা ও উত্তম কথার মাধ্যমে। এরকম হুমকি ধমকি এখন কোন কাজে আসবেনা হজরত। বরং উল্টো আপনার ক্ষতি হবে। আপনি আন্তর্জাতিক ভাবে জংগী নেতা কিংবা চরমপন্থী লিডার হিসাবে চিহ্নিত হয়ে যাবেন।আপনার জীবনকে আরো সংকোচিত করে দেয়া হবে। তাই একটু থামুন। সময়ের নাজুকতা বোঝার চেষ্টা করুন প্লিজ।”