সাবেক পাক বিদেশ সচিব ইজাজ চৌধুরী বলেছেন যে, ভারত যেন পাকিস্তানকে দুর্বল মনে না করে। তারা যদি আলোচনার টেবিলে বসে তা তাদের জন্য ভালো হবে।
চৌধুরী বলেন গতকালের পর থেকে পাকিস্তান স্পষ্ট করে দিয়েছে যে মৌলিক সমস্যা হলো কাশ্মীরের।
তিনি ইতিহাসের দলিল দিয়ে বলেন জম্মু কাশ্মীরে 93 ভাগ মুসলমান ছিল, সেখানে গভীর চক্রান্ত করে জম্মু কাশ্মীরের এলাকা তারা পাকিস্তান থেকে দখল করে নেয়। পাকিস্তানের দূর্দান্ত জবাব দেখে ভারত ভয় পেয়েছে। এখন ভারতের উপলব্ধি করা উচিৎ যে কাশ্মীরী তাদের সঙ্গে থাকতে চায় না।
তিনি আরও বলেন
কাশ্মীর সমস্যার সমাধান অতিব জরুরী ভারত যত জলদি তা বুঝবে তত মঙ্গল।
তিনি বলেন শান্তি একটা প্রসেস, আলোচনার মাধ্যমে অনেক কিছুই সমাধান সম্ভব। ভারতের উচিত আলোচনায় বসা এবং সিন্ধু পানি চুক্তি স্থগিত না করা।
সূত্র – দৈনিক জঙ্গ