ইসলাহী মজলিস
কেরানীগন্জ কালিন্দী ইউনিয়নের ভাগনা গ্রামে অবস্থিত নান্দনিক ও দৃষ্টিনন্দন সুন্দর মসজিদ ভাগনা “বাইতুন নূর জামে মসজিদ” মসজিদটিতে প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবারে বাদে এশা মাসিক ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আজ শুক্রবার ৩য় মাসিক ইসলাহী মজলিস।উল্লেখ্য বিশেষ কারন বশত গত সপ্তাহে মজলিসটি অনুষ্ঠিত না হওয়ায় আজকে শুক্রবারে মজলিসটি হবে। আজকের ইসলাহী মজলিসে তাশরিফ রাখবেন আল্লামা হাফিজুল ইসলাম সাহেব দাঃ, সাবেক শাইখুল হাদীস, জামিয়া হুসাইন ইবনে আলী রা. ।
আয়োজনে ভাগনা বড় মসজিদ কমিটি ও মুসল্লী বৃন্দ। সকল ধর্মপ্রাণ মুসলমানদের দ্বীনি দাওয়াত দিয়েছেন তারা।
বি: দ্র: মজলিস শেষে সকলের জন্য মেহমানদারীর ব্যবস্থা রয়েছে।