রবিবাসরীয় সন্ধেয় নবাব পতৌদির শহর গোয়ালিয়রে ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামল বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে মসজিদে গিয়ে জুমআর নামায আদায় করতে পারলেন না বাংলাদেশ ক্রিকেটাররা। এমনিতেই বাংলাদেশ দল ভারতে আসার আগে থেকেই হুমকি দিয়ে রেখেছিল হিন্দু মহাসভা। তাই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। আর সেই নিরাপত্তার ঘেরাটোপে পড়ে গোয়ালিয়রে তাদের টিম হোটেলের পাশে মোতি মসজিদে গিয়ে নামায আদায় করতে পারলেন না বাংলাদেশের মুসলিম ক্রিকেটাররা। বাধ্য হয়ে মাহমুদুল্লাহরা টিম হোটেলেই জামাত করে জুমআর নামায পড়লেন।
গোয়ালিয়রে যে হোটেলে বাংলাদেশ ক্রিকেট দল উঠেছে, সেই হোটেল থেকে নিকটবর্তী মোতি মসজিদটির দূরত্ব ৩ কিলোমিটার। সেটি ফুলবাগ অঞ্চলে। কিন্তু বিগত কয়েক’দিন ধরে হিন্দু মহাসভা নামক ধর্মীয় সংগঠনের সদস্যরা রবিবারের গোয়ালিয়রের ভারত-বাংলাদেশের টি-২০ ম্যাচটি ভেস্তে দেওয়ার হুমকি দিয়েছিল, সেটা মাথায় রেখেই হোটেল থেকে বেরিয়ে মসজিদে গিয়ে বাড়তি ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। মসজিদে যাওয়ার পরিবর্তে তারা হোটেলেই জুমআর নামায আদায় করেন। সেই মতো তারা নামাযের জন্য হোটেলে ডেকে নেন ইমামকে। তিনিই নাজমুল হোসেন শান্তদের হোটেলে জুমআর নামায পড়ান। এ ব্যাপারে গোয়ালিয়র পুলিশ আধিকারিক অরবিন্দ সাক্সেনা জানান, ‘আমরা মোতি মসজিদে ক্রিকেটারদের জন্য সব রকম নিরাপত্তা ব্যবস্থাই করে রেখেছিলাম। কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা আসেননি। মসজিদে আসতে তাদের কেউ বাধা দিয়েছে, এরকম কোনও খবরও নেই।’