স্ত্রী মমতাজমহলের স্মৃতিতে তাজমহল নির্মাণ করেছিলেন মুঘল সঙ্গট শাহজাহান। একে ভালোবাসার আশ্চর্য নিদর্শন হিসেবে দেখা হয়। মঙ্গলবার নিজের স্ত্রীকে নিয়ে সেই ‘প্রেমের প্রাসাদ’ দেখতে গেলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু।
এটি সপ্তম আশ্চর্যের একটি। এর সৌন্দর্য মানুষমাত্রই অনুভব করতে পারে। তাই ভারতে এসে আগ্রার তাজমহল দেখতে ছুটে গেলেন মুইচ্ছু। এর আগে মালদ্বীপের যত প্রেসিডেন্ট এসেছেন, তাঁরাও গেছেন তাজমহল দেখতে।
তাজের দর্শনার্থীদের খাতায় মুইজ্জু লেখেন,
এই সৌধের সৌন্দর্য বর্ণনা করা যায় না। কোনও শব্দের ক্ষমতা নেই তার সৌন্দর্য প্রকাশ করার।
উল্লেখ্য, সম্প্রতি তাজমহলের রক্ষণাবেক্ষণ নিয়ে নানা অভিযোগ উঠছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। জল চুঁইয়ে পড়তে দেখা গেছে ছাদ থেকে। একশ্রেণির উগ্রবাদী তাজমহলকে ‘তেজো মহালয়া’ বা একটি মন্দির হিসেবে দাবি করেছে। তাই একে ভেঙে ফেলে মন্দির নির্মাণের দাবিও উঠেছে উগ্রবাদীদের পক্ষ থেকে।