পাকিস্তানের ফয়সালাবাদ শহরে লেকচার চলাকালীন সময়ে জনপ্রিয় ইসলাম প্রচারক ডাঃ জাকির নায়েকের কাছে কালেমায়ে শাহাদাহ বাক্য পাঠ করে ইসলাম কবুল করেছেন সামরিন নামে একজন খ্রিষ্টান নারী।
বিশাল জনসমাবেশে মাইক্রোফোনের সামনে তিনি কালিমায়ে শাহাদাহ পাঠ করেন। এর আগে সামরিন ঘোষণা দেন যে, তাকে ইসলাম কবুলের জন্য কেউ জোর করেনি, বরং স্বেচ্ছায় তিনি ইসলাম কবুল করছেন। এরপর তাকে জাকির নায়েক কালিমায়ে শাহাদাহ পাঠ করান ।
প্রসঙ্গত, ইসলাম প্রচারের উদ্দেশ্যে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন জাকির নায়েক। প্রায় ১৫ দিনের এই সফরে ইতিমধ্যে করাচী, ইসলামাবাদসহ পাকিস্তানের বড় বড় শহরগুলোতে বেশ কয়েকটি লেকচার দিয়েছেন তিনি। এসব অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম ঘটেছে। ইসলামের প্রকৃত শিক্ষা ও বিশ্বাস নিয়ে আলোচনা করতে দেখা গেছে তাকে।
ফয়সালাবাদের অনুষ্ঠানের মাধ্যমে এই সফরের ইতি টানছেন জাকির নায়েক। বিদায়ের বিষয়ে কিছুটা আবেগঘন হতে দেখা যায় তাকে। তিনি বলেন, “এটা আমার জন্য কিছুটা বেদনাদায়ক যে পাকিস্তানে আজ আমার শেষ দিন।” তবে আবারো পাকিস্তান সফরে আসার ইচ্ছা পুনর্ব্যক্ত করেন তিনি।
সূত্র: স্টার্টাপ পাকিস্তান