বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র সংস্কারের সাথে সাথে একটি নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন। তাহলেই দেশের জনগণ বুঝতে পারবে দেশে চলমান সংস্কারকার্যক্রম একটি গণতান্ত্রিক পন্থায় যাচ্ছে। জনগণও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।
অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছে। নির্বাচন কমিশন, বিচার বিভাগ, পুলিশসহ ছয়টি বিষয়ে সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়েছে। এসব কমিশনের ১ অক্টোবর থেকে কাজ শুরু করে পরবর্তী তিন মাসের মধ্যে রিপোর্ট দেয়ার কথা রয়েছে। বিএনপি সরকারের এই সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। জানা গেছে, বিএনপিও সরকারের রাষ্ট্র সংস্কারের উদ্যোগের বিষয়ে নিজেদের অবস্থান ঠিক করতে ছয়টি কমিটি গঠন করেছে। বিষয়ভিত্তিক এই কমিটিগুলো দলের কর্মকৌশল নির্ধারণের পাশাপাশি অংশীজনের সাথে মতবিনিময় করবে। গঠিত ছয়টি কমিটি হলো- রাষ্ট্র সংস্কার, পাবলিক সার্ভিস কমিশন, প্রশাসন সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য, নির্বাচন কমিশন এবং ব্যাংকিং ও বাণিজ্য। এছাড়া দুনীতি দমন কমিশন সংস্কারসহ আরো কয়েকটি কমিটি গঠনেরও চিন্তা করছে দলটি।
বিএনপি সূত্রে জানা গেছে, ২০২২ সালে বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় অধিকতর যুগোপযোগী ও এর প্রচারের জন্য স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি রাষ্ট্রগঠনে ৩১ দফা প্রচার ও জনমত তৈরিতে কাজ করবে। দলের দায়িত্বশীল সূত্র জানায়, মূলত সরকার গঠিত কমিটির সংস্কারের বিষয়ে দলের কৌশল তৈরি ও সে অনুসারে প্রাসঙ্গিক কাজ নির্ধারণ করতে তারা কাজ করবেন। সংস্কার নিয়ে রাজনীতিক দলগুলোর সাথে বৈঠক করলে বিএনপি যাতে তাদের পরামর্শ তুলে ধরতে পারে সেই প্রস্তুতিও নিবে এসব কমিটি।