আজ ২৬ অক্টোবর শনিবার সকাল ৭ টায় বসুন্ধরা রিভারভিউয়ে অবস্থিত বাড়ি নং 70-71 রোড নং 13 তে
তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা কেরানীগন্জ শাখার অফিস উদ্বোধন উপলক্ষে আলেম-উলামা, জ্ঞানী-গুণীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলেম-উলামার মতবিনিময় সভায় তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল মেহমান হিসেবে উপস্থিত থেকে বলেন যে,
প্রত্যেক মুসলমান নর-নারীর উপর ইলম হাসিল ফরজ করা হয়েছে, সে লক্ষ্যেই আমাদের পথচলা। তানজিমুল উম্মার মিশন হলো – এখানকার শিক্ষার্থীরা ইলম অর্জন করে সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব দিয়ে কুরআনের আলো সর্বত্র ছড়িয়ে দিবে।
তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে সাহাবাদের ধরে ধরে কুরআন শিখিয়েছেন কিন্তু অনেক দায়ীদের কুরআন তেলাওয়াত শুদ্ধ হচ্ছেনা। তিনি আরও বলেন দুনিয়ার কল্যাণ ও আখেরাতে মুক্তিই আমাদের লক্ষ্য।
মতবিনিময় সভায় স্বাগতে বক্তব্যে তানজিমুল উম্মাহ কেরানীগন্জ শাখার অন্যতম দায়িত্বশিল মাওলানা উমর ফারুক বলেন,
হাটি হাটি পা পা করে সারা দেশে এখন তানজিমুল উম্মার ১০০টি শাখা রয়েছে। তারই ধারাবাহিকতায় আজ কেরানীগন্জে সম্মানিত আলেমদের পদাচারনায় আমাদের একটি নতুন শাখার উদ্বোধন হচ্ছে।
উক্ত মতবিনিময় সভায় ঢাকা দক্ষিণের বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসা শিক্ষক – পরিচালক বৃন্দ অত্যন্ত উৎসাহ উদ্দিপনার সাথে উপস্থিত হয়ে তারা কেরানীগন্জে তানজিমুল উম্মার একটি শাখা হওয়াতে প্রবল সন্তুষ্টি ব্যক্ত করেন। মতবিনিময় উদ্বোধনী তেলাওয়াত করেন তানজিমুল উম্মার শিক্ষক হাফেজ কারী এনায়াতুল্লাহ।