জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই) প্রধান মাওলানা ফজলুর রহমানের বাসায় এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ডাঃ জাকির নায়েক বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা ছিল ডাক্তারি। কোরআনের তরজমা পড়ে বুঝতে পারলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো দাওয়াত দেওয়া এবং আমি ইসলামের প্রচারক হয়ে গেলাম।
সাক্ষাতের জন্য মাওলানা ফজলুর রহমানের বাসায় পৌঁছেছেন জাকির নায়েক। তিনি আরও বলেন, মাওলানা ফজলুর রহমানের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের ইচ্ছা আজ পূরণ হয়েছে।
ডাঃ জাকির নায়েক আরো বলেন যে তিনি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার জন্য মাওলানা ফজলুর রহমানের প্রচেষ্টার প্রশংসা করেন। এসময় মাওলানা ফজলুর রহমান তার অভিমত ব্যক্ত করে বলেন, আপনি আমাদের বাড়িতে এসে আমাদের ঘর আলোকিত করেছেন।
মাওলানা ফজলুর রহমান আরও বলেন যে, ডাঃ জাকির নায়েক মুসলিম উম্মাহর রক্ষাকবচ। তাঁর দাওয়াতের মাধ্যমে বহু মানুষ ঈমানের আলোয় আলোকিত হয়েছে।
এ বিষয়ে JUI মুখপাত্র আসলাম ঘোরি বলেন, ডাঃ জাকির নায়েকের পাশাপাশি তার ছেলে তারিক নায়েক ছিলেন। মাওলানা ফজলুর রহমান ডাঃ জাকির নায়েকের প্রচেষ্টার প্রশংসা করেছেন।
তিনি বলেন, মাওলানা ফজলুর রহমান বিশিষ্ট অতিথিকে ফুলের তোড়া উপহার দেন এবং জাকির নায়েক জেআই প্রধানকে সুগন্ধি উপহার দেন।
আসলাম ঘোরি আরও বলেন, ডাঃ জাকির নায়েক মাওলানা ফজলুর রহমানের ইমামতিতে মাগরিবের নামাজ আদায় করেন।