আন্তর্জাতিক ইসলামীক স্কলার ডাঃ জাকির নায়েক বলেছেন, হাত উপরে বা নিচে বাঁধার চিন্তা না করে ইবাদাতে মনোযোগ দিন।
ডাঃ জাকির নায়েক গত সোমবার ১৪ অক্টোবর লাহোরের জামিয়া আশরাফিয়া মসজিদ হাসানে বক্তৃতাকালে বলেন যে, আমি আবার লাহোরে এসে খুব খুশি, আমি ৩৩ বছর আগে পাকিস্তানে এসেছিলাম এবং বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানগুলো দেখতে চেয়েছিলাম।
তিনি বলেন,
আমি নিজেকে আলেম বা ইসলামী চিন্তাবিদ মনে করি না, আমি শুধু আল্লাহর বাণী পৌঁছে দিচ্ছি, আমার স্পেশালিটি হলো অমুসলিমদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। আমি অনেক আলেমের কাছ থেকে ইলম শিখেছি। আমি কোনো ফতোয়া দেই না। আপনারা সবসময় আল্লাহর দিকে দাওয়াত দিন।
তিনি আরো বলেন,
আমি বড় বড় আলেমদের সাথে দেখা করেছি, তাদের মন অনেক বড়, তারা ছোট ছোট বিষয়ে বিবাদে জড়ান না। আপনারা হাত নিচে উপরে বেঁধে নামাজ পড়ার তর্কে না পড়ে আল্লাহর ইবাদত করুন। চার মাজহাবের চার ইমামই ছিলেন অনেক বড় আলেম। তাদের উদ্দেশ্য ছিল মানুষকে দ্বীন শিক্ষা দেওয়া। আমাদের সবাইকে ইসলামের দাওয়াত দিতে হবে, আল্লাহ ও তাঁর রাসূলের দিকে দাওয়াত দিতে হবে।
জাকির নায়েক বলেন, ৯ ও ১০ শতকে আমাদের মর্যাদা ছিল। তারপর কুরআন ও হাদিস থেকে আমরা দূরে সরে গিয়েছি। মুসলমানদের সম্পর্ক হাদিসের সাথে দুর্বল হয়ে গেছে।
জাকির নায়েক আরও বলেন, কেউ খারাপ আচরণ করলে তার সঙ্গে ভালো ব্যবহার করুন, কোরআনের নির্দেশ মেনে চলুন, এতে মানবতার সমাধান আছে আর মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে।