ফিলিস্তিনের গাজ্জা উপত্যকার উত্তরের কামাল আদওয়ান হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. সাঈদ জৌদেহকে গুলি করে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের ইসরাইলি বাহিনী। তিনি অবসরে ছিলেন কিন্তু মানবিক সংকটের মধ্যে রোগীদের সেবা দিয়ে যাচ্ছিলেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) জৌদেহ আল-আউদা হাসপাতালে একটি রোগী দেখতে যাওয়ার পথে ইসরাইলি বাহিনীর তিনি শহীদ হয়েছেন বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।
ডা. সাঈদ জৌদেহ ছিলেন গাজ্জার উত্তরের শেষ অর্থোপেডিক সার্জন। তার মৃত্যুতে উত্তর গাজ্জার চিকিৎসা ব্যবস্থা আরও ভেঙে পড়েছে।
জাতিসংঘের প্রতিনিধি লুইস ওয়াটারিজ বলেন,
এটি তার পরিবার ও স্থানীয় মানুষের জন্য ধ্বংসাত্মক। গাজ্জার হাসপাতালগুলো আর হাসপাতাল নেই। এখানে চিকিৎসক, সরঞ্জাম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব চরমে পৌঁছেছে। রোগীরা অযথা মারা যাচ্ছে।