দক্ষিণ কাশ্মীরের কোলগাম জেলায় স্বাধীনতাকামী সশস্ত্র গেরিলা যোদ্ধাদের সঙ্গে ভারতীয় আর্মির সংঘর্ষ হয়। এতে ভারতীয় আর্মির গুলিতে দুজন স্বাধীনতাকামী শহীদ হন । সেইসাথে তিন ভারতীয় আর্মি ও একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিক আহত হয়েছে। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ। কোলগামের আধিগ্রামে এখনো এই সংঘর্ষ অব্যাহত আছে। ভারতীয় দখলদার আর্মি সেখানে বড় ধরনের মিলিটারি অপারেশন করছে বলে জানা গেছে।
অপরদিকে জম্মুর কাটুয়া জেলায় অন্য এক সংঘর্ষে একজন পুলিশ কন্সেটবল নিহত হয়েছে।
-সূত্র কাশ্মীরে উজমা।