হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর শাহাদতের পর ইসরাইলের উদ্দেশে তিনি বলেছেন, ‘লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী অবকাঠামোর ক্ষতি করতে পারে না দুর্বল ইসরাইল।’ এখনই প্রতিশোধের কথা না বললেও তিনি ইসরাইলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘ইসরাইল এর ফল ভোগ করবে। যায়নবাদী অপরাধীদের এটা জেনে রাখা দরকার যে, হিজবুল্লাহর ক্ষতি করার জন্য তারা অত্যন্ত দুর্বল।’ আরও বলেন, ‘লেবাননের প্রতিরক্ষাহীন মানুষদের ওপর আরও এক গণহত্যা ইসরাইলি নেতাদের নির্বোধ নীতির প্রকাশ ঘটাল।’ এর আগে হিজবুল্লাহর প্রধান নেতা সুরক্ষিত আছেন বলেন দাবি করলেও হিজবুল্লাহর সর্বশেষ ঘোষণায় নাসারল্লাহর শাহাদাতের বিষয়টি স্বীকার করা হয়। এই মুহূর্তে ইরান ও ও ইসরাইলের মধ্যে একটি রক্তক্ষয়ী যুদ্ধ শুরুর সম্ভাবনা রয়েছে। আর এই যুদ্ধে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টগুলিও সরাসরি যুক্ত হতে পারে। এমন সময়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানের দুই আঞ্চলিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। খামেনিকে যেখানে রাখা হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত বলে জানান তারা। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, হিজবুল্লাহ এবং অন্যান্য মিত্র গোষ্ঠীর সঙ্গে তারা যোগাযোগ রাখছে। বেইরুটে ইসরাইলি বিমান হামলা ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার জবাবে কী ব্যবস্থা নেওয়া হবে সেটি এখন বিবেচনা করবে তেহরান ও তার মিত্ররা। ইসরাইলি বাহিনী জানায়, শুক্রবার সন্ধ্যায় বেইরুটে দাহিয়েতে বিমান হামলা চালিয়ে তারা হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে।
Latest:
- ইমাম-মুয়াজ্জিনদের কুরবানীর ঈদ যেমন হয়!
- কুরবানির ঈদে যেন গরীবদের ভুলে না যাই।
- ভারত যেন পাকিস্তানকে দূর্বল মনে না করে – পাক পররাষ্ট্রমন্ত্রী
- জাতীয় ঐকমত্য কমিশনে নিজাম ইসলাম পার্টি ।
- আ. লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা!
- ভারতীয় গোয়েন্দারা মোট ২৩টি মিটিং করেছে বাংলাদেশের সাথে! – হাসনাত
- শুক্রবার ভাগনা বড় মসজিদে আসছেন আজিজুল হক ইসলামাবাদী