টানা এক বছর ধরে অবরুদ্ধ গাজায় বর্বর হামলা চালাচ্ছে যায়নবাদীরা। আর ইসরাইলকে বেশিরভাগ অস্ত্রের জোগান দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলকে রেকর্ড পরিমাণ সামরিক সহায়তা দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি জানায়, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ইসরাইলকে ১,৭৯০ কোটি ডলার পরিমাণ সামরিক সহায়তা পাঠিয়েছে। ইসরাইলের আয়রন ডোম ও ডেভিডস স্লিং মিসাইল প্রতিরক্ষাকে ফের শক্তিশালী করার জন্য ৪০০ কোটি ডলারের নগদ অর্থ সহায়তা দিয়েছে ওয়াশিটন।
এ দিকে, গত এক বছরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান চালানোর জন্য অতিরিক্ত ৪৮৬ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। এর আগে ২৩ সেপ্টেম্বর এক ঘোষণায় ইসরাইলকে আরও ৮৭০ কোটি ডলারের সামরিক সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা করে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও মার্কিন অস্ত্র ব্যবহার করে গাজায় অবিরত গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এক বছরে গাজায় হামাসের ৪০ হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে দখলদার সেনা।
এই হিসাবটি বের করেছেন হার্ভার্ডের জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্টের অধ্যাপক লিন্ডা জে বিলমস।