ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি ইসরাইলকে সতর্ক করে বলেছেন, ইরানের পরবর্তী হামলা অনেক বেশি বেদনাদায়ক হবে।
ইসরায়েলে হামলার পর সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এক্স-এ তার বিবৃতিতে ইসরায়েলকে সতর্ক করেছেন। তিনি তার বিবৃতিতে বলেছেন, আল্লাহর সাহায্যে প্রতিরোধ আন্দোলন ইহুদিবাদী রাষ্ট্রের ওপর যে আঘাত হানবে তা হবে অনেক বেশি তীব্র ও বেদনাদায়ক।
আয়াতুল্লাহ খামেনি হিব্রু ভাষায় সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করেছিলেন এবং ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এই পোস্টটি করা হয়েছিল।
এর আগে, সুপ্রিম লিডার এক্সের অফিসিয়াল অ্যাকাউন্টে এআই এর সাহায্যে তৈরি ক্ষেপণাস্ত্রের একটি ছবি পোস্ট করা হয়েছিল এবং তাতে লেখা ছিল ‘নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব’।
কয়েক মিনিটের মধ্যে টুইটটি শত শত বার রিটুইট করা হয়েছে।
উল্লেখ্য, গতকাল ইরান ইসরায়েলের দিকে ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরান ইসফাহান, তাবরিজ, খোরামাবাদ, কারাজ এবং আরাক থেকে ইসরায়েলের দিকে ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এরপর অধিকৃত জেরুজালেম সহ সারা ইসরায়েলে সাইরেন বেজে উঠেছে। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলিরা বাংকারে আশ্রয় নেয়।
ইসরায়েলি মিডিয়ার মতে, তেল আবিব এবং শ্যারনে রকেট হামলার খবর পাওয়া গেছে এবং ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবা ২ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে যে, গতকাল ক্ষেপণাস্ত্র হামলার সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনেক লোক আহত হয়েছে এবং তাদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিমানবন্দরের সব যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে। তেহরান টাইমস জানায়, ইরান ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এফ-৩৫ জঙ্গি বিমানের ঘাঁটি নিউ এটম এয়ার বেসকে লক্ষ্য করে।
সূত্র- ডেইলি জঙ্গ