সুপরিচিত ইসলামিক স্কলার ডাঃ জাকির নায়েক ইউটিউব থেকে উপার্জিত অর্থকে হারাম বলেছেন। তিনি তার এক বয়ানে ইসলামী উসূল অনুযায়ী ইউটিউব ফেসবুক এডসের মাধ্যমে আয় করাকে হারাম বলেন।
তিনি আরও বলেন যে,
ইউটিউবের এডে মিউজিক বাজানো হয় এবং মেয়েদের দেখানো হয়, যা ইসলামের নীতি বিরোধী। আমার ইউটিউবে ২৪ মিলিয়ন সাব্সক্রাইবার রয়েছে কিন্তু আমি চ্যানেলটি মনিটাইজ করিনি। অথচ আমি এর থেকে বেশ আয় করতে পারতাম।