লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা ইসরাইলের। শহিদ হয়েছেন ২০ জন। স্থানীয় কর্মকর্তাদের ভাষ্যে, হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই শুরু করার নামে লেবাননে যে তাণ্ডব ইসরাইল চালাচ্ছে, বৈরুতে এ হামলা তারই সাম্প্রতিকতম উদাহরণ।


কোনও রকমের পূর্বসতর্কতা দেওয়া ছাড়াই শনিবার স্থানীয় সময় ভোররাত চারটার দিকে বৈরুতে এ হামলা চালায় ইসরাইল। ইসরাইলি সংবাদমাধ্যমের দাবি, হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যার চেষ্টায় এই তাণ্ডব।
বৈরুতের কেন্দ্রস্থলে একটি আবাসিক ভবনে হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে ভবনটি। কমপক্ষে ২০ জন নিহত ৬৬ জন আহত। হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। ইতিমধ্যেই লেবাননে ইসরাইলের হামলায় কমপক্ষে ৩৫০০ জন লেবাননবাসীর মৃত্যু হয়েছে।