২০২৪ সালের ১১ এপ্রিল, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার ৩ ছেলে এবং ৪ নাতি-নাতনি ইসরায়েলি হামলায় শহীদ হন।
ইসমাইল হানিয়ার ছেলে ঈদের প্রথম দিনে তার পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিল। তখন ইসরায়েলি সেনাবাহিনীর একটি বিমান হামলায় তার ৩ পুত্র, হাজেম, আমির এবং মুহাম্মাদ এবং তার ৪ নাতি-নাতনি মোনা, আমাল, খালিদ এবং রাজান শাহাদাতের মর্যাদা লাভ করেন।
এই ঘটনার ৬ মাস পেরিয়ে গেছে । ইসমাইল হানিয়ার পুত্রবধূ আনাস হানিয়া তার স্বামী সন্তান হারিয়ে একাকী জীবন যাপন করছেন। ইনস্টাগ্রাম পোস্টে তিনি তার শহীদ স্বামী ও কন্যাদের ছবি শেয়ার করে লিখেছেন,
আত্মা হারানোর অর্ধেক বছর পার হয়ে গেলো, আমি যেন জান্নাত আর দুনিয়ার মাঝে বাস করছি। মনে হয় তাদের হারিয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি। হে আল্লাহ! আমাকে শান্তি ও সান্ত্বনা দাও।
উল্লেখ্য, ৭ অক্টোবর, ২০২৩-এ, হামাস ইসরায়েলে আক্রমণ করে কমপক্ষে ১১৩৯ ইসরায়েলিকে হত্যা করেছিল এবং ২০০ এর বেশি জনকে জিম্মি করেছিল। এরপর থেকে গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে ৪২ হাজার ১২৬জন শহীদ এবং ৯৮ হাজার ১১৭ জন আহত হয়েছেন।