বাইতুল মোকাররম নবনিযুক্ত খতীব আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ আজ তার প্রথম জুমার বয়ানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
তিনি জুমার পূর্বে তার বয়ানে বলেন,
১. কারো অনুমতি ছাড়া ছবি উঠানো এবং ভিডিও করা জায়েয নেই। মসজিদেও জায়েয নেই, মসজিদ হলো ইবাদতের জায়গা। মসজিদ ছাড়া ভিন্ন কোনো দ্বীনি মাজলিস হলে অনুমতি নিয়ে শর্ত সাপেক্ষে বা দাওয়াতি কাজ হিসেবে ভিডিও করা যেতে পারে, তবে অডিও হলে সবচেয়ে ভালো হয়।
২. দুরুদ শরীফের আমল:
বৃহস্পতিবার সন্ধা থেকে শুক্রবার সারাদিন বেশী বেশী দুরুদ শরীফ পড়া, বিশেষ করে জুমআর দিন আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টাতে৷ কোন সময়ের দুরুদ মাকবুল সেটা হাদিসে স্পষ্ট উল্লেখ না-করার ফায়দা হলো সব সময় দরুদ পড়া ৷
৩. বয়ান জুমআর অংশ নয়: বয়ান জুমার আগেও হতে পারে পরেও হতে পারে বা না হলেও সমস্যা নাই ৷
৪. মসজিদে প্রবেশের সুন্নাত: ডান পা দিয়ে প্রবেশ করা, ডান পায়ের জুতা আগে খোলা, দুরুদ পড়া, বিসমিল্লাহ পড়া (বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ)
৫. সবর করা; (মসজিদে যান্ত্রিক সমস্যার কারণে সাউন্ড যথাস্থানে পৌঁছতে সময় ক্ষেপন করায় শোরগুল সৃষ্টি হলে হুজুর বলেন) খুৎবা বা বয়ানের আওয়াজ না-পৌছলেও চুপ থাকা ৷ যারা শোনবে তারা যে সাওয়াব পাবে যারা শোনবে না তারাও সমান সাওয়াব পাবে ৷
উল্লেখ্য, আজ বাইতুল মোকাররমে তার প্রথম জুমার বয়ান শোনার জন্য মুসল্লীবৃন্দ সকাল দশটা থেকেই মসজিদে আসতে শুরু করে। বারোটার পূর্বেই বাইতুল মোকাররম মসজিদ ও মসজিদ চত্বর কানায় কানায় ভরে যায়।