অবশেষে পাওয়া গেলো বাশার আল আসাদের খোঁজ। সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ার রাজধানী মস্কোতে পৌঁছেছেন স্বৈরশাসক বাসার আল আসাদ ও তার পরিবার।
আজ সোমবার (৯ ডিসেম্বর) তাকে আশ্রয় দেওয়ার বিষয়টি প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন টাস নিউজ এজেন্সি।
রাশিয়ার সরকারি আরেকটি সংবাদ মাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনাল জানিয়েছে, কুখ্যাত অত্যাচারী শাসক বাশার আল আসাদকে মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে রাশিয়াতে।
এ বিষয়ে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল সিরিয়ার লাটাকিয়া বিমান ঘাঁটি থেকে রাশিয়ার একটি বিমান আসাদকে মস্কোতে পালিয়ে আসতে সাহায্য করেছে।
সূত্র: আল জাজিরা